আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || নিজ এলাকার কর্মী সমর্থক ও কার্যকর্তাদের নিয়ে হুড খোলা গাড়িতে করে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন ৮-টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ মানিক সাহা। সোমবার সকালে মনোনয়নপত্র দাখিলের আগে আগরতলা শহরের লক্ষ্মী নারায়ণ মন্দির, কৃষ্ণ মন্দির, দূর্গা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। এদিন ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে আগরতলা শহরে এক সুবিশাল মিছিল সংগঠিত করে সদর মহকুমা শাসক অফিসে গিয়ে রিটার্নিং অফিসার অরূপ দত্তের হাতে মনোনয়নপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। তিনি বলেন, বিজেপি ৫০টির অধিক আসনে জয়ী হবে।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বাস শর্মা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।