আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি || সোমবার ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা রাজ্যে মোট ২২৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিন সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক কিরণ গিত্যে।
এদিন তিনি বলেন, আজকের দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে ৩০৫টি। ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সর্বমোট মনোনয়ন পত্র জমা পড়েছিল ২৯৭টি। তিনি বলেন, স্কুটিনি করতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২৫ জন পর্যবেক্ষকের প্রতিনিধি। মঙ্গলবার একটি স্কুটিনি তালিকা করা হবে।
তিনি জানান, মনোনয়নপত্র দাখিল করা ৩০৫ জনেরই মিলবে নিরাপত্তা কর্মী। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, তাদের নিরাপত্তা কর্মীও প্রত্যাহার করে নেওয়া হবে। শান্তিপূর্ণভাবেই এদিন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক কিরণ গিত্যে।