আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি || ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন বাতিলের দাবিতে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিল সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি চিঠিতে উল্লেখ করেন, বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া মবস্বর আলি বিধায়ক পদ এবং সিপিআই(এম) সভ্যপদ থেকে পদত্যাগ করেননি। তাই, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করা হোক।
তবে মঙ্গলবার মনোনয়নপত্র পরীক্ষার সময় হাজির থেকে কেউই মবস্বর আলির বিরুদ্ধে আপত্তি জানাননি বলে জানান কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। তিনি বলেন, বিজেপি প্রার্থী মবস্বর আলির মনোনয়ন পত্র বৈধ বলেই বিবেচিত হয়েছে।