সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ ফেব্রুয়ারী || মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা নাগাদ তেলিয়ামুড়া বন দপ্তরের অধিন মুঙ্গীয়াকামির আঠারোমুড়া এলাকায় গোপন খবরের ভিওিতে অবৈধ চেরাই কাঠ বোঝাই নম্বর বিহীন একটি মারুতি ভ্যান গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। পরে আটককৃত অবৈধ চেরাই কাঠ সহ নম্বর বিহীন মারুতি ভ্যান গাড়িটিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। জানা যায়, সুরেশ দেব্বর্মা নামে মারুতি ভ্যান গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, মারুতি ভ্যান গাড়িটিতে ১৬ থেকে ১৭ ফুট অবৈধ চেরাই কাঠ ছিল, আরটকৃত মারুতি ভ্যান গাড়িটি সহ অবৈধ চেরাই কাঠের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।