তারায়-তারায় ডেস্ক ।। ‘পিকে’ ছবিটি যাদের মনে কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে এ ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিলো না বলেও জানান তিনি। বক্স অফিসে হিট করলেও ছবি মুক্তির পর থেকেই কয়েকটি গোষ্ঠী অভিযোগ করে যে, ‘পিকে’ তাদের অনুভূতিতে আঘাত হেনেছে। এতদিন চুপ থাকলেও ৪৯ বছর বয়সী এই তারকা ছবিটির ডিভিডি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, “ছবিটি অধিকাংশ মানুষ গ্রহণ করেছে। তারপরও একজন মানুষও কষ্ট পেলে তা আমার ভালো লাগবে না।” গত বছরের ডিসেম্বরের ১৯ তারিখে ‘পিকে’ মুক্তি পাওয়ার পর থেকেই তা বলিউডের সবচেয়ে সফল ছবির একটি। এই ছবিটি যে এত হিট হবে তা ভাবিনি, জানান আমির। ভারতেই ছবিটি ৩৪০ কোটি রুপির ব্যবসা করেছে। আর ভারতের বাইরে করেছে ১৭০ কোটি রুপি। এটি ৫০০ কোটি রুপির ক্লাবে যোগ দিয়েছে। সবমিলিয়ে ৬০০-৬৫০ কোটি রুপি ঘরে এনেছে ‘পিকে’। পরিচালক রাজকুমার হিরানি বলেন, এই ডিভিডি মূলক ভক্তদের জন্যে বিশেষ এক উপহার। কারণ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কিছু সিন দেওয়া হয়নি। কাজেই ডিভিডি একটি বিশেষ আকর্ষণ রাখছে।