বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী ||
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করার পর থেকে নির্বাচনে জয়ের লক্ষ্যে শুরু করেছে বিভিন্ন দলীয় কর্মসূচী। এরইমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে বুধবার জোলাইবাড়ী মোটর স্টেন্ডে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর পূর্বে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) কর্মী সমর্থকদের নিয়ে জোলাইবাড়ী বাজারে এক মিছিল সংগঠীত হয়। মিছিল শেষে সকলে প্রকাশ্য জনসভায় মিলিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। প্রধান বক্তার পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন নারায়ন কর, বিধায়ক যশবীর ত্রিপুরা, বাসুদেব মজুমদার, প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা, সিপিআই(এম) শান্তিরবাজার মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত দিনের রাজ্য সরকারের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনার বক্তব্যের মাধ্যমে জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে লোকজন অন্যায়ের প্রতিবাদ করতে পারেনা। তিনি জানান, সংবাদমাধ্যম সঠিকভাবে প্রতিবাদ করতে পারেন না। যদি কোনো সংবাদমাধ্যম প্রতিবাদ করে তাহলে তা বন্ধ করে দেওয়া হয়। আর যদি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় সেই সংবাদপত্র বিক্রির ক্ষেত্রে হকারদের বাঁধা দেওয়া হয়।
জনসভায় বক্ত্যব্য আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান।