বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ ফেব্রুয়ারী ||
৩৬-শান্তিরবাজার কেন্দ্রে সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াংকে বিজয়ী করতে মাঠ কামড়ে পরে আছেন এলাকার বাম কর্মীরা। সাথে আছেন কংগ্রেস কর্মীরাও।| বুধবার এই কেন্দ্রের বকাফা অঞ্চলে সারা দিন প্রার্থী সত্যজিৎ রিয়াংকে নিয়ে প্রচার করেন বাম এবং কংগ্রেস কর্মীরা। বাড়ি বাড়ি প্রচারের সময় প্রাক্তন মন্ত্রী তথা শান্তিরবাজার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনিন্দ্র রিয়াং এর বাড়ি যান এবং তার আশীর্বাদ কামনা করেন সিপিআই প্রার্থী। এলাকার বিভিন্ন বাড়ি, দোকান সহ বাজারে প্রচার করেন সিপিআই প্রার্থী। প্রচারে ভালো সারা পান সিপিআই নেতা সত্যজিৎ রিয়াং।
শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে প্রচারে অনেকটা এগিয়ে সিপিআই প্রার্থী সত্যজত রিয়াং। এই কেন্দ্রে সিপিআই প্রার্থীকে জেতাতে রাত দিন মাঠ কামড়ে পরে রয়েছেন বাম এবং কর্মীসমর্থকরা।
উল্লেখ্য আগামী ৬ই ফেব্রুয়ারী শান্তিরবাজার স্কুল মাঠে হতে চলেছে এক বিশাল সমাবেশ। এই সমাবেশকে সফল করতে রাত দিন খাটছেন বাম ও কংগ্রেস কর্মীসমর্থকরা।