বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনের আগামীর রণকৌশল ঠিক করতে বৈঠক অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারী ||
বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে দলীয় প্রার্থীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, বিজেপি’র উত্তর পূর্বাঞ্চলের কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা সহ কেন্দ্রীয় নেতৃত্বরা।
জানা যায়, এদিনের বৈঠক ছিল মূলত রাজ্যের ৫৫টি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি’র আগামীর রণকৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থীরা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কিভাবে প্রচার চালাবে সেই বিষয়েও আলোচনা হয়।
জানা যায়, নির্বাচনী প্রচারে কিছু দিনের মধ্যেই রাজ্যে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি’র একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*