সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ ফেব্রুয়ারী || রাজ্য বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে প্রচারও জোরদার করে চলেছে রাজনৈতিক দলগুলো। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে বিজেপি দল ঝরো প্রচার চালিয়ে যাচ্ছে। রাজ্য নেতৃত্ব থেকে এক ধাপ এগিয়ে তারকা প্রচারের উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে একঝাক তারকা নেতৃত্ব ত্রিপুরায় প্রচারে ইতি মধ্যে চলে এসেছেন। শুক্রবার ২৯-কৃষ্ণপুর বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মার সমর্থনে এক সাড়া জাগানো র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের মূখ্যমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯-কৃষ্ণপুর কেন্দ্রের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা। ২৮-তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী কল্যানী রায়, বিজেপি খোয়াই জেলা নেতৃত্ব, ২৯-কৃষ্ণপুর মন্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা।