বাম-কংগ্রেসের এক সাথে র‍্যালী তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ ফেব্রুয়ারী || হাতেগুনা আর মাত্র কয়েকটি দিন বাকি রাজ্য বিধানসভা নির্বাচনের। সরগরম ভোটের বাজার। আর যে কয়েকটি দিন রয়েছে এর মধ্যে নিজ নিজ দলের পক্ষে প্রচারে খামতি রাখতে চইছেনা রাজনৈতিক দল গুলি। শাসক দল বিজেপি’র প্রচারের সাথে টেক্কা দিয়ে নিজেদের পক্ষে জনসমর্থন করে নিতে চাইছে বিরোধী বাম-কংগ্রেসের আসন সমঝোতার জোট। দেরিতে হলেও এক সাথে সি পি আই (এম) এবং কংগ্রেসকে প্রচারে লক্ষ্য করা গেল ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। শনিবার বিকাল তিনটা নাগাদ তেলিয়ামুড়া শহরে এক র‍্যালী সংঘটিত করে বাম-কংগ্রেস এক সাথে। এদিনের এই র‍্যালী তেলিয়ামুড়া সি পি আই (এম) মহকুমা অফিস থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সি পি আই (এম) মহকুমা অফিসের সামনে সমাপ্ত হয়। এদিনের এই র‍্যালী’তে উপস্থিত ছিলেন ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোটের মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন সি পি আই (এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, বাম নেতৃত্ব সুবির সেন, কংগ্রেস দলের নেতৃত্ব সহ প্রমুখরা। দু’দলের এই যুগ্ম র‍্যালী সভাবতই বিরোধী দলের কর্মি সমর্থকদের মধ্যে একটা নতুন উদ্দম জাগিয়ে তুলতে সক্ষম হবে মনে করছে রাজনৈতিক মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*