সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ ফেব্রুয়ারী || ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মার নাম ঘোষণা হওয়ার পরই যেন বিজেপি কর্মি সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বাড়িয়ে তুলল। বিরোধী দল গুলোকে অনেকটাই পেছনে ফেলে প্রচারে এগিয়ে বিকাশ দেববর্মা। প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি’তে যোগদান করে আসছে। শনিবারও এক সভায় অন্যান্য বিরোধী রাজনৈতিক দল থেকে বিজেপি দলে যোগদান করে। শনিবার বিকেল নাগাদ কৃষ্ণপুর মন্ডল অফিসে এক সভায় কংগ্রেস দল ত্যগ করে ১৩ পরিবারের ৬১ জন ভোটার বিজেপি দলে শামিল হয়। বিজেপি দলে যোগদান কারীদের মধ্যে রয়েছেন খোয়াই জেলা যুব কংগ্রেসের কোষাধ্যক্ষ বিনয় বিশ্বাস, সাধারন সম্পাদক সঞ্জীব রায় সহ অন্যান্যরা। কংগ্রেস দল ছেড়ে বিজেপি’তে শামিল ৬১ জন ভোটারকে বিজেপি’র দলিয় পতাকা দিয়ে বরণ করে ২৯-কৃষ্ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা।