জন সম্পর্ক অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া বিজেপি প্রার্থী কল্যাণী রায়ের

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ ফেব্রুয়ারী || ২৮নং তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় জন সম্পর্ক অভিযানে বেরিয়ে ব্যাপক সাড়া পেল বিজেপি প্রার্থী বিধায়িকা কল্যাণী রায়।
নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল বিজেপি তাদের প্রচার অভিযান তেজী করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় জন সম্পর্ক সভা সমাবেশের মাধ্যমে ভোট প্রচার জারি রেখেছে তারা। শনিবার সকালে ২৮নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ৪৭নং বুথ এলাকায় জনসম্পর্ক অভিযান করে। জনসম্পর্ক অভিযানে নেমে ব্যাপক ছাড়া পান তিনি। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কল্যাণী রায় বলেন, বিগত পাঁচ বছরে রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই এই নির্বাচনে জনগণ পুনরায় বিজেপি’কে ক্ষমতায় নিয়ে আসবেন বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন বলেই ত্রিপুরার উন্নয়ন উত্তুরুত্তর বৃদ্ধি পাচ্ছে। আগামীদিনেও মানুষের কল্যাণে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান দলের মনোনীত প্রার্থী কল্যাণী রায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*