সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ ফেব্রুয়ারী || ২৯-কৃষ্ণপুর কেন্দ্রে দল ত্যাগ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিরোধী দল গুলো থেকে ভোটার যোগ দিচ্ছে বিজেপি দলে। বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মাকে সমর্থন জানিয়ে শনিবার সন্ধ্যায় ১৬টি পরিবারের ৪৫ জন ভোটার বিভিন্ন বিরোধী দল ছেড়ে বিজেপি’তে শামিল হয়েছে। দল ত্যাগিদের হাতে বিজেপি দলের পতা তুলে দিয়ে বরণ করে নেন প্রার্থী বিকাশ দেববর্সমা সহ অন্যান্য নেতৃত্বরা।