দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৬ আগষ্ট ।। শহরতলির মিলন সংঘ বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে কচ্ছপের গতিতে চলছে রাস্তা সংস্কারের কাজ। এই রাস্তা দিয়ে নিত্য দিন স্কুল, কলেজ পড়ুয়া, অফিস যাএী, সাধারন মানুষ থেকে যানবাহন চলাচল করে থাকে। মিলন সংঘ বাস স্ট্যান্ড সংলগ্ন যেখানে রাস্তার কাজ হচ্ছে পথের মধ্যেই ফেলে রাখা হয়েছে সংস্কার সামগ্রী। ফলে চলাচলে দুর্ভোগ হচ্ছে মানুষের।
মর্জিমাফিক যে ঢিমেতালে কাজ চলছে এলাকার মানুষ ক্ষুদ্ধ, কবে নাগাদ কাজ শেষ হবে এ নিয়েও শংকায় মানুষ। মিলন সংঘ এলাকার যারা এই রাস্তা ব্যবহার করেন তাদের দাবী অতিসত্তর প্রশাসন ব্যবস্থা গ্রহন করুক রাস্তার কাজ সম্পন্ন করার। বলা যায় পথের যন্ত্রনায় জেরবার জনজীবন।