সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ ফেব্রুয়ারী || আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে বামগ্রেস জোটকে মানতে পারছে না উভয় দলের একাংশ নেতৃত্ব কর্মী সমর্থকরা। বামগ্রেস জোটে কষিয়ে তামাচা মেরে সিপিআই(এম) এবং কংগ্রেস দল ত্যাগ করে গেরুয়া পদ্ম শিবিরে শামিল হয় ১৮ পরিবারের ৬৮ জন ভোটার।
রবিবার সন্ধ্যায় বিজেপি ২৮-তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দলত্যাগ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই দলত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়, ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিস্তারক প্রজেশ সরকার সহ বিজেপি’র অন্যান্য কর্মকর্তারা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি’র মনোনীত প্রার্থী কল্যাণী রায় সহ প্রজেশ সরকার বামগ্রেস দলের উপর আগুন লাগিয়ে আসা দলত্যাগ কারীদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন। এদিকে এই দলত্যাগ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী কল্যাণী রায় জানান, সিপিআই(এম) এবং কংগ্রেসের জোট দলত্যাগকারী যুবকরা মানতে পারেনি। তাই তারা বিজেপি দলের প্রতি আকৃষ্ট হয়ে যোগদান করেছে। আগামী দিন এই সকল যুবকদের কাছে দলীয় দায়িত্ব ও দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।