পুলিশ প্রধানের পদত্যাগ যুক্তরাষ্ট্রে

xআন্তর্জাতিক ডেস্ক ।। নিজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনের পুলিশ প্রধান থমাস জ্যাকসন। গত বছরের আগস্টে এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বুধবার তিনি পদত্যাগ করেন। এর আগে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে বেআইনি ও অসাংবিধানিক ক্ষমতা ব্যবহারের অভিযোগ উঠেছে। ফার্গুসন মেয়র জেমস নোয়েলস এক সংবাদ বলেছেন, পুলিশপ্রধান থমাস জ্যাকসন ও সিটি প্রশাসনের যৌথ সিদ্ধান্তের মাধ্যমেই তিনি পদত্যাগ করেছেন। তবে নোয়েল জ্যাকসনকে একজন ভদ্রলোক হিসেবে অভিহিত করেন এবং তাকে ধন্যবাদ জানান। গতবছরের ৯ আগস্ট মাইকেল ব্রাউন নামের ওই যুবককে হত্যার পর থেকে জ্যাকসনকে অপসারণের দাবি জানিয়ে আসছিল বিক্ষোভকারীরা। ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরগুলোতেও ব্যাপক বিক্ষোভ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*