রাজ্যসভায় পাস হয়ে গেল পদ্ম সরকারের বিমা বিল

prlmনয়া দিল্লি, ১২ মার্চ ।। রাজ্যসভায় পাস হয়ে গেল বিমা বিল। পথটা পরিস্কার করে দিল খোদ কংগ্রেসই। বিলকে সমর্থন করেছে তারা। আর তাতেই ধ্বনি ভোটে পাস হয়ে গেল বিমা বিল। এই বিলের ‘সৌজন্যে’ বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ২৬% থেকে বেড়ে এবার থেকে ৪৯%।
লোকসভায় আগেই পাস হয়ে গিয়েছিল বিলটি। চিন্তা ছিল রাজ্যসভা নিয়ে। কারণ, সেখানে সংখ্যা গরিষ্ঠতা নেই এনডিএ-র। ত্রাতার ভূমিকায় এগিয়ে এল কংগ্রেস। রাজনীতিতে যে সবকিছুই সম্ভব, সেটা আরও একবার সামনে চলে এল।
আর এতেই, বেজায় চটেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, কংগ্রেস ও বিজেপির মধ্যে আঁতাঁত হয়েছে। বিল নিয়ে কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে সুর চড়িয়েছে বামেরাও। বিলে সংশোধনীর দাবিও তোলেন তারা। কিন্তু, তা ধোপে টেকেনি। ওয়াক আউট করে তৃণমূল, DMK, সপা, বসপা এবং জেডিইউ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*