দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১২ মার্চ ।। সরকারী হিসেবেই হু হু করে বেড়েছে যানবাহনের সংখ্যা। শখ করে যেমন অনেকেই যানবাহন ক্রয় করেছেন তেমনি যান থেকেই বহু মানুষের জীবন বেঁচে আছে। যানবাহন যত বাড়ছে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পথের মৃত্যুর ঘটনা। সরকারী প্রয়াস, দুর্ঘটনা প্রতিরোধে জন সচেতনতা, যান চালকদের প্রতি আহবানের বাস্তবতা নিতান্তই অসার প্রমানিত হয়েছে। কখনো গতি কখনো বে-হিসেবী পথ চলায় প্রতিনিয়তই মৃত্যু হচ্ছে মানুষের।
পথের মৃত্যু প্রতিরোধে শহরের রাস্তায় পূর্ত দপ্তরের ১নং শাখার তরফে আধুনিক প্রযুক্তির ক্যাটস আই লাইট প্রতিস্থাপন করার প্রয়াস নেওয়া হয়েছে। আই জি এম চৌমুহনীতে ক্যাটস আই লাইট বসানোর কাজের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের ১নং শাখার ইঞ্জিনিয়ার “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এর প্রতিনিধি কে বলেছেন এই ক্যাটস আই লাইটে যানবাহনের বাতির লাল আভার প্রতিফলন ঘটবে, যানবাহন চালক সতর্ক হওয়ার পাশাপাশি তাৎক্ষনিক ভাবে দাঁড়িয়ে পড়বেন অকুস্থলে। বিশেষ করে রাতের বেলায় যান দুর্ঘটনা এড়াতে এই নতুন ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ঠ দপ্তরের পথের মৃত্যু ঠেকাতে।