আন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানে সন্ত্রাসবাদবিরোধী আদালত কর্তৃক দোষী সাব্যস্ত আরো দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুক্রবার সকালে ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে সাজিদ ও আখতার নামের ওই দুই বন্দীর ফাঁসি কার্যকর করা হয়। এদিকে দেশটিতে ফাঁসিদান প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৭ জনকে ফাঁসিতে ঝোলানো হলো। খবর দ্য হিন্দুর উল্লেখ্য, পাকিস্তানে বর্তমানে ৮ হাজারের অধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতবাস করছেন।