সিগারেটের দাম বাড়ছে চড়া হারে

Untitled-1নয়াদিল্লি ।। ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। পয়সা বাঁচাতে গেলা নেশা ছাড়াই একমাত্র উপায়। সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসি তাদের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম গড়ে ৩৫ শতাংশ বাড়িয়েছে। এ বছরের বাজেটে সিগারেটের ওপর অন্তঃশুল্কের হার বাড়ায় এই মূল্যবৃ্দ্ধি ঘটানো হয়েছে। ৬৫ মিলিমিটার লম্বা সিগারেটের ক্ষেত্রে অর্থমন্ত্রী অরুণ জেটলি ২৫ শতাংশ ও তার বেশি লম্বা সিগারেটের ক্ষেত্রে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বেশিরভাগই ধূমপায়ীই অপেক্ষাকৃত সুলভ ৬৫ মিলিমিটারের কম মাপের সিগারেট ব্যবহার করেন। কিন্তু এই সাধারণ মাপের সিগারেটেই বাড়তি করের কোপ সবচেয়ে বেশি পড়ছে। এক্ষেত্রে ১৬ থেকে ২১ শতাংশ দাম বাড়ছে। অন্যদিকে লম্বা তথা কিং সাইজ সিগারেটের দাম বাড়ছে তুলনামুলক কম- ১৩ থেকে ১৫ শতাংশ। একারণে ২০ সিগারেটের সাধারণ ক্লাসিকসের প্যাকেটের দাম বর্তমানের ১৮০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২১৮ টাকা।
খুচরো কিনতে গেলে এক একটি সিগারেটের দাম বর্তমানের ১০ টাকার বদলে বেড়ে হবে ১১-১২ টাকা।
২০ টি সিগারেটের আইটিসি ক্লাসিকস প্যাকেটের দাম ১৯০ টাকা থেকে বেড়ে হবে ২১৮ টাকা। ১০ টি সিগারেটের গোল্ডফ্লেক কিংসের দাম ৯৫ থেকে বেড়ে হবে ১০৫ টাকা। এক্ষেত্রে ২০ সিগারেটের প্যাকেটের দাম ২২০ থেকে বেড়ে হবে ২৫০ টাকা। নেভিকাটের প্যাকেটের দাম ৬৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৭৮ টাকা।
আইটিসি ব্র্যান্ডের সবচেয়ে দামি সিগারেট ইনসিগনিয়ার দাম বেড়েছে ২০ শতাংশ। এক্ষেত্রে ২০ সিগারেটের একটি প্যাকেটের দাম বেড়ে হচ্ছে ৩০০ টাকা।
ভারতে সিগারেটের বাজারের বেশিরভাগই আইটিসির দখলে। কোনও কোনও মহলের পূর্বাভাস, আইটিসির সিগাগেটের বিক্রির পরিমাণ মূল্যবৃদ্ধির কারণে ১০১৬ অর্থবর্ষে ৮ শতাংশ কমে যেতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*