দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ মার্চ ।। দলের অবস্থা যে পর্যায়েই থাকুক – লড়াই অব্যাহত রাখার ঘোষনা ইতিমধ্যেই দিয়েছে CPI(M), ত্রিপুরা, পশ্চিম বাংলায় সন্মেলনে নেতৃত্বের তরফে কেন্দ্রীয় সরকারের ‘আচ্ছে দিন’ দেশের মানুষের জন্য সর্বাংশে দূর্বিসহ অবস্থার সৃষ্টি করেছে বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। শুক্রবার, বটতলায় CPI(M)-র জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির আহ্বানে আয়োজিত পথ সভায় মোদী সরকারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, রেগা প্রকল্পে বরাদ্ধ কমিয়ে দেয়ায় তীব্র সমালোচনায় মুখর হন বক্তারা, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে ব্যর্থ কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দিশাহীন সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে সরব হওয়ার আহ্বানে অব্যাহত লড়াই, সংগ্রামের কথা বলেছেন বক্তারা। বটতলার পথ সভায় উপস্থিত ছেলেন CPI(M)-র জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির সম্পাদক সুভাষ দাস, পশ্চিম জেলা কমিটির সদস্য তথা বিধায়ক রতন সাহা সহ অন্যান্যরা।