তারায়-তারায় ডেস্ক ।। হ্যাপি নিউ ইয়ার সিনেমার প্রচারে ফের আমির খানকে নিয়ে ব্যঙ্গ করলেন শাহরুখ খান। তবে সেটা নেহাতই হাল্কা চালে। যদিও আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক এমনই অম্লমধুর যে শাহরুখের এই হাল্কা চালে ব্যঙগ নিয়ে জোর গবেষণা শুরু হয়েছে।
ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’সিনেমার মিউজিক লঞ্চে শাহরুখ বললেন, ”আমরাও (টিম হ্যাপি নিউ ইয়ার) এবার ভাবছি নগ্ন পোস্টার প্রকাশ করব।”
রাজকুমার হিরানির ‘পিকে’সিনেমায় আমির খানের নগ্ন পোস্টার প্রকাশের পর থেকে দেশজুড়ে বিতর্ক শুরু। বিতর্কের জেরে আমিরকেও মুখ খুলতে হয়। তবে আমিরের নগ্ন পোস্টার ঘিরে বলিউডের অন্যান্য অভিনেতারা সেভাবে মুখ না খুললেও শাহরুখ কিন্তু মুখ খুলেছেন। ঘুরিয়ে ফিরিয়ে শাহরুখ বল দিয়েছেন পিকে সিনেমায় আমিরের নগ্নতা আসলে সস্তা প্রচার ছাড়া কিছু নয়।
এদিকে, হ্যাপি নিউ ইয়ার সিনেমাকে হেরে যাওয়া মানুষদের উদ্দেশ্যে উত্সর্গ করার কথা বললেন শাহরুখ। একই সঙ্গে বললেন, সবাই যেন তাঁর এই সিনেমার জন্য সাফল্য কামনা করে।