দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৪ মার্চ ।। শহরজুড়ে চলছে রাজপথ মুক্ত করতে হকার উচ্ছেদ। ঢাল, তরোয়াল নিয়ে হঠাৎ হাজির হয়ে যাচ্ছে AMC – নিমেষেই খালি হয়ে যাচ্ছে রাজপথের পাশে হকারদের ব্যবসাস্থল। ফায়ার ব্রিগেড চৌমুহনীর পথের পাশে যারা ব্যবসা করতেন সেই স্থান আপাতত শূন্য। অনেকের জন্যই পথের পাশের ব্যবসায় উদর পূর্ত্তির যোগাযোগ স্বভাবতই উচ্ছেদের কবলে পড়ে দিশাহারা।
শনিবার, ফায়ার ব্রিগেড চৌমুহনীর উচ্ছেদকৃত প্রায় ২৫ জন ব্যবসায়ী স্ব-উদ্যোগে কোর্টের দেয়াল ঘেঁষে ড্রেনের উপর অবস্থায়ী ব্যবসাস্থল তৈরী করার ব্যবস্থা চোখে পড়েছে। ফুটপাত খালি রেখেই হচ্ছে অস্থায়ী ব্যবসা স্থল। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” প্রতিনিধির প্রশ্নের উত্তরে ঘর তৈরীতে ব্যস্ত হকাররা বলেছেন অনুমতি ছাড়াই পেটের তাগিদে এই ব্যবস্থা করা হচ্ছে, অনেকেই সন্দেহ করছেন এখানেও ব্যবসা করা যাবে কিনা।