আগরতলা, ১৫ মার্চ ।। রবিবার, আগরতলা পৌর নিগমের ২৯নং ওয়ার্ডের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল ১১টায় বাপুজী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে ২৯নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবির এবং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক তথা ২৯নং ওয়ার্ড কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক দিলীপ সরকার, গোপাল রায়, ২৯নং ওয়ার্ডের পারিষদ জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা। ২৯নং ওয়ার্ডের উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। রক্তদান শিবিরে প্রায় ৩৫ জন রক্তদান করেছেন বলে জানা গেছে। উক্ত অনুষ্ঠানে ২৯নং ওয়ার্ডের একটি স্মারক পুস্তিকাও প্রকাশ করা হয়।