ভারত-বাংলাদেশ ম্যাচে ‘টাই’ হলে কী হবে?

spস্পোর্টস ডেস্ক ।। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত। মাঝখানে আর মাত্র একটি দিন। সেদিনের অপেক্ষায় বাঙালিরা। বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা যা-ই মনে করেন না কেন ভারতকে হারানোটা চারটিখানি কথা নয়। তবে অসম্ভব কিছু নয়, বাংলাদেশ যদি সেই আগের অবস্থানে চলে আসতে পারে। আর যদি ভারত-বাংলাদেশ সমানে সমান হয় তাহলে কি উপায়?

গেল কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়। সুপার ওভারে একটি দলের তিনজন ব্যাটসম্যান ব্যাট করার সুযোগ পান। একজন বোলার বল করেন। সুপার ওভারেও যদি ম্যাচ টাই হয় তাহলে যে দল সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকায় তারা জয়ী হতো।
তবে চলতি বিশ্বকাপে নকআউট পর্বে (কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল) এমন নিয়ম কিন্তু নেই। থাকছে না কোনো সুপার ওভার। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও কোনো সুপার ওভারের ব্যবস্থা থাকছে না। এ ক্ষেত্রে নকআউট পর্বে কোনো ম্যাচ যদি টাই হয় তাহলে গ্রুপ পর্বে যে দল এগিয়ে ছিল তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে।

১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বৃষ্টির কারণে বা অন্য কোনোভাবে যদি ম্যাচটি টাই হয়ে যায়, তাহলে আইসিসির নিয়মানুযায়ী বিদায় নিতে হবে বাংলাদেশকে। তখন ভারত চলে যাবে সেমিফাইনালে। এ ক্ষেত্রে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো যারা গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের ওপরের দিকে ছিল লাভবান হতে পারে তারা।
তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টাই হলে সে ক্ষেত্রে সুপার ওভারের ব্যবস্থা থাকছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*