মাঠে নামছেন সোনিয়া গান্ধী

soniaজাতীয় ডেস্ক ।। মাঠে নামছে কংগ্রেস। এনডিএ সরকারের জমি-অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আজ সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দল।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ মিছিলের নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে।

কংগ্রেসের পাশাপাশি মিছিলে যোগ দেবে জনতা দল ইউনাইটেড (জেডিইউ), তৃণমূল কংগ্রেস(টিএমসি), সমাজবাদী পার্টি, সিপিআই(এম), ডিএমকে, আইএনএলডি প্রভৃতিসহ আরো বেশ কিছু বিরোধী দল।
বিরোধীদের দাবি, এই বিল কৃষক স্বার্থবিরোধী। এ মর্মে বিরোধীদের তরফে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে স্মারক লিপি জমা দেয়া হবে বলে সূত্রের খবর।

কংগ্রেসের তরফে মনমোহন, সোনিয়া গান্ধী ছাড়াও মিছিলে সম্ভবত থাকবেন জনতা দলের প্রধাণ এইচডি দেবগৌড়া, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ ত্রিবেদী, এসপি’র তরফে রামগোপাল যাদব, ডিএএমকের তরফে কানিমোঝি, আরজেডির নেতা প্রেম চাঁদ গুপ্ত।

অন্যদিকে রাজ্যসভায় জমি অধিগ্রহণ বিল পেশ হওয়ার আগে বিরোধীদের সঙ্গে আরো এক দফা আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এর আগে বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যেই লোকসভায় অনুমোদিত হয় জমি বিল। কৃষকদের আশঙ্কা দূর করতে সরকার ওই বিলে নয়টি সংশোধনী আনে। কিন্তু বিরোধীরা লোকসভায় ওই বিল পাশ হওয়ার সময় ওয়াক আউট করে।
লোকসভায় পাস হলেও রাজ্যসভায় বিলটি পাস হওয়া নিয়ে সংশয় রয়েছে। কেননা উচ্চকক্ষে এনডিএ’র সংখ্যাগরিষ্ঠতা নেই। অন্যদিকে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল বিলটির বিরোধিতা করে আসছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*