রায়েনার বিয়ে, অতিথি থাকছেন যারা

ffস্পোর্টস ডেস্ক ।। যেই আভাস রায়না নিজের মুখে দিয়েছিলেন সেটিই যেন সত্যি হতে যাচ্ছে। এবার সেই তিরুণীর সাথেই বিয়ে হচ্ছে রায়নার। দিন-তারিখ ধায্য, আগামী ৩ এপ্রিল সাত পাকে বাঁধা পরতে চলেছেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। পাত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে লখনৌয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান।

আর রায়নার পরিবারের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। পাত্রী প্রিয়াঙ্কা মীরাটের বাসিন্দা। তিনি কর্মসূত্রে এই মূহূর্তে নেদারল্যান্ডে বলে জানা গিয়েছে।
বিশ্বস্ত সূত্রের খবর, রায়না ও প্রিয়াঙ্কা দু’জনের বাবারাই কর্মসূত্রে মুরাদনগর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ছিলেন। তাই, অনেকদিন ধরেই দুই পরিবারের যোগাযোগ আছে। তাকে আত্মীয়তার সূত্রে বেঁধে দেওয়ার ব্যাপারে গত ছয় মাস ধরে তাঁদের মধ্যে কথাবার্তা চলছে।

সূত্রের খবর বিয়ের অনুষ্ঠান ছাড়াও দিল্লির ফার্ম হাউসে একটি বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করা হবে রায়নার পরিবারের তরফে।
বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় থাকবেন ভারতীয় দলের সদস্য ছাড়াও রায়নার বেশ কিছু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। ভিআইপিদের তালিকায় নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ অনেকেই রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*