৪১৮টি মসজিদ ধ্বংস মধ্য আফ্রিকায়

nmzআন্তর্জাতিক ডেস্ক ।। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের (সিএআর) খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে চলমান দাঙ্গায় ধ্বংস হয়েছে অধিকাংশ মসজিদ। দেশটিতে ৪৩৬টি মসজিদ ছিল।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার মধ্য আফ্রিকা পরিদর্শন শেষে জাতিসংঘে ফিরে এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা অনলাইনের।
সামান্থা পাওয়ার বলেন, এই ধ্বংসযজ্ঞ উন্মাদের কাজ। বুধবার জাতিসংঘের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের সেনাদের প্রত্যাহার করে নিলে দেশটিতে ব্যাপক নিরাপত্তা সংকট তৈরি হবে। এ ছাড়া দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতিও পর্যাপ্ত নয়।
২০১৩ সালের ডিসেম্বরে দেশটিতে ছড়িয়ে সংঘর্ষে এ পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির ৪৫ লাখ মানুষের মধ্যে ঘরবাড়ি ছাড়া হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। যারা দেশ ছাড়ছে, তাদের মধ্যে অধিকাংশ মুসলিম।
সামান্থা পাওয়ার জানান, মধ্য আফ্রিকার ৪৩৬টি মসজিদের মধ্যে ধ্বংস হয়েছে ৪১৮টি মসজিদ। রাজধানীতে এখনো টিকে আছে, এমন একটি মসজিদ পরির্দশন করেন তিনি। সেখানকার জনগণের অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘খুবই ভীতিজনক’।

সাম্প্রদায়িক সহিংসতার বলি হচ্ছে নারী ও শিশুরা। গর্ভবতী নারীরা ঘর ছেড়ে বের হতে পারেন না। হাসপাতালে না গিয়ে বাড়িতেই সন্তান জন্ম দিতে হচ্ছে তাদের।
এদিকে দেশটিতে সহিংসতা দমনে কাজ করছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের সেনারা এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা।
সামান্থা পাওয়ার দেশটিতে আরো শান্তিরক্ষী মোতায়েনের পরামর্শ দিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*