ক্রিকেট ভাষ্যকার যখন বলিউড তারকা রণবীর কাপূর

rnbতারায়-তারায় ডেস্ক ।। স্টেডিয়ামে চলছে ভারত-বাংলাদেশের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। স্টুডিওতে তখন ক্রিকেটের ধারা ভাষ্যকার হিসেবে বসে রয়েছেন আকাশ চোপড়া, শোয়েব আখতার এবং রণবীর কাপূর!
এটা কোনো ছবির চিত্রনাট্য নয়, বৃহস্পতিবার সকালে স্টুডিওতে এভাবেই দেখা গেছে বলিউডের হার্টথ্রবকে।

নিজের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘বম্বে ভেলভেটে’র প্রচারের জন্য রণবীরের কাছে এর চেয়ে অভিনব প্ল্যাটফর্ম হয়তো আর কিছুই হতে পারে না। প্রথমে মাইক হাতে কিছুটা অস্বস্তিতে পড়লেও কিছুক্ষণের মধ্যেই সেই জড়তা কাটিয়ে রণবীর একেবারে দক্ষ পেশাদার ক্রিকেট ধারাভাষ্যকারের মতোই কথা বলতে শুরু করেন। যখনই রোহিত শর্মা বাউন্ডারি মারেন আর রণবীর বলে ওঠেন, ‘সান্দার চৌকা, বহুত হি সান্দার শট’।

এরপর যতই খেলা এগিয়েছে, ততই একজন দক্ষ ধারাভাষ্যকারের মতো খেলার বিস্তারিত বিশ্লেষণ করা শুরু করেন ঋষি পুত্র। জানতে চান শোয়েব আখতারের কাছে, কি করে ক্রিকেটারদের শরীরী ভাষা বোঝেন তিনি?
বিশ্বের কোনো ব্যাটসম্যানকে বল করতে ভয় পান তিনি? সেই প্রশ্নের উত্তরে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের জবাব, গিলক্রিস্ট, সহবাগ এবং শচীন। এমনই বেশ কিছু মজার মন্তব্য, হাসি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রণবীর তার ভক্তদের মাতিয়ে রেখেছিলেন স্টুডিওতে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*