আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার শপথ গ্রহণ করলেন তিপ্রা মথা দলের ১৩ জন নব নির্বাচিত বিধায়ক বিধায়িকারা। এদিন সকালে ত্রিপুরা বিধানসভার লবীতে তাদের শপথ বাক্য পাঠ করান বিধানসভায় প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস। ককবরক ভাষায় শপথ বাক্য পাঠ করেন তিপ্রা মথার বিধায়ক বিধায়িকারা।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বলেন, রাজ্যের প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করবে তিপ্রা মথা। রাজ্য সরকারের গঠনমূলক কাজকে দল সবসময়ই সমর্থন জানাবে বলেও তিনি জানান। তিনি বলেন, সর্বোপরি রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করবে তিপ্রা মথা দল।