রাজ্য তৃণমূল কংগ্রেস গা ঝাড়া দিয়ে ময়দানে নামছে

tmcদেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৯ মার্চ ।। বিগত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের যাবতীয় স্বপ্নের সলিল সমাধিতে সুপ্রীমো মমতা ব্যানার্জী ত্রিপুরায় দলের কার্যকলাপ প্রায় স্থবির করে দিয়েছিলেন। মাঝখানে সারদাকান্ড পরবর্তীতে ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত মূকুলের বর্তমান ভাসমান রাজনীতি সন্দেহাতীত ভাবেই তৃণমূলকে অস্বস্তিকর অবস্থানে ঠেলে দিয়েছে। তৃণমূল সুপ্রীমো মূকুলের ডানা ছাঁটার কাজ ইতি মধ্যেই শুরু করেছেন তারই ফলশ্রুতি ত্রিপুরার দায়িত্ব সুব্রত মুখোপাধ্যায়ের উপর ন্যস্ত করা।

সম্প্রতি রামনগরের তৃনমূলের ক্যাম্প অফিসে সাংবাদিক সন্মেলনে জানানো হয়েছে তৃনমূল এক গুচ্ছ কর্মসূচী নিয়ে ময়দানে নামছে। ত্রিপুরার দায়িত্ব হাতে নিয়ে সুব্রত মুখোপাধ্যায়ও সহসাইরাজ্যে আসছেন সাংগঠনিক অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে। ত্রিপুরায় রাজনীতির ময়দানে যে স্বপ্ন নিয়ে তৃণমূল যাত্রা শুরু করেছিল তা শুরুতেই মুখ থুবরে পড়েছে দেখা যাক নতুন পর্যবেক্ষক কোন টনিকে তৃনমূলে নতুন আশার সঞ্চার করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*