তারায়-তারায় ডেস্ক ।। গো-মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা ঋষি কাপুর। মার্চের শুরুতে মহারাষ্ট্রে গো-মাংস খাওয়া এবং গো-হত্যাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছিল।
এরপর দেশের বেশ কয়েকটি রাজ্যেও গো-মাংস নিষিদ্ধ করা হয়েছিল। সেই তালিকায় রয়েছে কেরলাও। কিন্তু এ বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে মন্তব্য করে বিতর্কে চলে এলেন ঋষি কাপুর।
ঋষি কাপুর টুইট করে নিজের মতামত প্রকাশ করেছিলেন গো-মাংস খাওয়ার সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। গোরুর মাংস খাওয়া মানে এই নয় যে, তিনি ধর্মভিরু নন!
তিনি লিখেন, I am angry. Why do you equate food with religion?? I am a beef eating Hindu. Does that mean I am less God fearing then a non eater? Think!!
এর উত্তরে আসে ৪১৬ রিটুইট। কেউ কেউ তার চিন্তাকে সমর্থন করেছেন আবার কেউ তীব্র প্রতিবাদ করেছেন। আবার কেউ তো ঋষি কাপুরকে গালাগালি পর্যন্ত দিয়েছেন।
ছড়িয়ে পড়া বিতর্ককে সামাল দিতে ঋষি আবার রিটুইট করেন, জানতাম আমাকে ভুল বোঝা হবে! আমি কি একবারও বলেছি কোথাও যে, আমি গোরুর মাংস খাই এবং আমি গো-হত্যা করি?
হ্যাঁ, আমি দেশের বাইরে বিফ খাই যেখানে গো-পালন করা হয় খাবারে ব্যবহারের জন্যই। আর সেখানে সেটা আইনসিদ্ধ। ভারতে আমি বিফ খাই না।