আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ মার্চ || ২০২৩ বিধানসভা নির্বাচনে ২৯-কৃষ্ণপুর কেন্দ্রে বিজেপি দলের মনোনয়ন পেয়ে এলাকাবাসীদের কথা দিয়েছিলেন জয়ী হলে এলাকার উন্নয়নে অন্তত সপ্তাহে একদিন এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন এবং অভাব অভিযোগ শুনবেন। যেমন কথা তেমন কাজ। নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীত্ব পেয়েই প্রাথমিক গুরুত্ব নিজ বিধানসভা এলাকার উন্নয়ন। শনিবার সেই উদ্যেশ্যেই ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বেরিয়ে পরেন নিজ বিধানসভা এলাকা সফরে। এদিনের উনার সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বরা। সফরের ফাকে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, পিছিয়ে পরা এলাকা বিশেষ করে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন, তাদের কি কি সসস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হয়েছেন। আগামীদিনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*