আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ || রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন হয় শনিবার। এদিন এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য এনএসএস আধিকারিক ডঃ চিত্রজিৎ ভৌমিক সহ অন্যান্যরা।
এদিন প্রথমেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩১নং ওয়ার্ড এলাকার মহিলা সাফাই কর্মী ও আশা কর্মীদের সংবর্ধনা জানানো হয়।