কাবা শরীফে সামাজিক সাইট নিষিদ্ধের আহ্বান

kbআন্তর্জাতিক ডেস্ক ।। হাজী ও মুসল্লিদের ইবাদতের প্রতি অধিক মনযোগের বিষয়টি বিবেচনায় এনে হেরেম শরীফে স্মার্ট ফোনে সোশাল সাইট ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়েছেন কাবাঘরের নিরাপত্তা কর্মকর্তারা।
কাবাঘরের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কর্নেল বদর বিন সৌদ আল-সৌদ বলেন, অনেক পুণ্যার্থীর আচরণ দেখলে মনে হয়, তারা যেনো পিকনিকে এসেছে। খ্যাতনামা ব্যক্তিদের দেখে তাদের সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতায় দেখা যায় অনেককে।

তিনি বলেন, কাবাঘরের সামনে সেলফি তোলা তো খুবই সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। কাবাঘরের ভেতর শুধুই ফোন কল করা ও রিসিভ করার সুযোগ দেয়ার আহবান জানান তিনি।
উল্লেখ্য, কাবাঘরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল কিছুদিন আগেও। তবে হাজী ও মুসল্লিদের যোগাযোগের সুবিধার কথা বিবেচনা করে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি দেয় সৌদি সরকার।
কিন্তু এ সুযোগে কিছু লোক মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্যান নিয়ে বসে থাকে। এ কারণে হেরেম শরীফে সোশাল সাইট ব্যবহারে নিষিদ্ধের দাবি তুলেন কাবাঘরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা। সূত্র : আরব নিউজ

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*