শীঘ্রই চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে রেল যোগাযোগঃ পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ || শীঘ্রই চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথের মাধ্যমে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর রবিবার দুপুরে বহুল আকাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনে যান রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী। এদিন পরিদর্শন করে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন তিনি।
এদিন পরিদর্শন শেষে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী জানান, এই রেলপথ কাজের প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আখাউড়া হয়ে কলকাতা ও আগরতলা পর্যন্ত রেল সংযোগ স্থাপনের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ চালু হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে প্রতিবেশী ২ দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণেও নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি বলেন, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক ও উপ-আঞ্চলিক কানেকটিভিটির ক্ষেত্রেও নতুন করিডোর স্থাপিত হবে। ফলে ২ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
পরিবহন মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ রেলওয়ে সংযোগ প্রকল্পটি ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে ভ্রমণের সময় ও দূরত্ব কমিয়ে দেবে। প্রকল্পটি চালু হলে ৩১ ঘণ্টার পরিবর্তে সময় লাগবে ১০ ঘণ্টা এবং ১ হাজার ৬০০ কিলোমিটার থেকে দূরত্ব কমে হবে ৫৫০ কিলোমিটার। এদিন তিনি বলেন, আগরতলা-আখাউড়া রেলপথে ত্রিপুরা থেকে বাংলাদেশের দিকে প্রবেশের ভারতীয় অংশে নিশ্চিন্তপুর রেল স্টেশন নির্মাণের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সর্বাধুনিক সব সুবিধা যুক্ত করে স্টেশনটি তৈরি করা হয়েছে। যাত্রীদের বসার সুবন্দোবস্ত, বিনোদনের ব্যবস্থা, ফুড কোর্ট, ইমিগ্রেশন কাউন্টার থেকে শুরু করে এটিএমসহ আধুনিক রেল স্টেশনে যেসব সুবিধা থাকে তার সব ব্যবস্থা রেখে নিশ্চিন্তপুর রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে। নিশ্চিন্তপুর স্টেশনের পাশেই পণ্য ওঠানো ও নামানোর জন্য রেল ইয়ার্ড তৈরি করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে ট্রেনে করে আসা কন্টেইনার এখানে নামানো হবে। এরপর সড়ক পথ ধরে এবং ভারতীয় ট্রেনে করে এ পণ্যগুলো উত্তরপূর্বের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে বলে জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এদিন পরিদর্শনকালে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরীর সাথে উপস্থিত ছিলেন ১৪-বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীনারাণী সরকার, পরিবহন দপ্তরের সচিব উৎপল কুমার চাকমা, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, রেলপথ নির্মাণের সাথে যুক্ত ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*