বাইক দুর্ঘটনায় কেড়ে নিলো ২টি তাজা যুবকের প্রাণ

আপডেট প্রতিনিধি, সাব্রুম, ২৬ মার্চ || বাইক দুর্ঘটনায় কেড়ে নিলো ২টি তাজা যুবকের প্রাণ। ঘটনা রবিবার বিলোনিয়া মহকুমার মনুরসুখ এলাকায়। যাত্রীবাহী বাসের সাথে বাইকের সঙ্ঘর্ষে মৃত্যু হয় অন্তর দাস এবং হৃদয় দেবনাথ নামে দুই যুবকের। দুজনের বাড়িই সাব্রুমের সমরগঞ্জ এলাকায়। জানা যায়, অন্তর দাস মহাত্মা গান্ধী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আর হৃদয়ে দেবনাথ কলেজের প্রথম বর্ষের ছাত্র। জানা যায়, দুজন একসাথে আগরতলায় পড়াশোনা করে। সোমবার হৃদয়ের পরীক্ষা থাকায় রবিবার দুপুরে সাব্রুম মহকুমার সমরগঞ্জের বাড়ি থেকে অন্তর দাস এবং হৃদয় দেবনাথ আগরতলার উদ্দেশ্যে রওনা হয় টি আর ০৮ ডি ৫১৫৭ নম্বরের বাইকে চড়ে। কিন্তু বিলোনিয়া মহকুমার মনুরসুখ এলাকায় আসতেই টি আর ০৮ ১২৬০ নম্বরের নাগেরজলা থেকে শ্রীনগর গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে তাদের। বাইকটি ছিটকে পড়ে যায় খাদে। ঘটনাস্থলে রক্তাক্ত হয় অন্তর এবং হৃদয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় এই দুই বন্ধুকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দুজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন সকলেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*