সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ মার্চ || তেলিয়ামুড়া অন্নপূর্ণা ঘাটে চৈত্র মাসে বাসন্তী পুজোর অশোকাষ্টমীর দিনে পুন্যার্থীদের স্নান ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ ৮০ বছর যাবৎ। অন্যান্য বছরের ন্যায় এবছরও এর ব্যতিক্রম হয়নি। মহা সারম্বে অষ্টমী পুজো স্নান এবং মেলার ব্যবস্থা করা হয়েছে তেলিয়ামুড়া জয়নগরস্থিত অন্নপূর্ণা ঘাটস্থলে। বুধবার সকাল থেকেই পুন্যার্থীদের প্রচুর পরিমাণে সমাগম লক্ষ করা যায়। এদিন সকাল থেকেই তেলিয়ামুড়া শহর এবং এর পার্শবর্তি এলাকা থেকে অন্নপূর্ণা ঘাটে স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার দৃশ্য পরিলক্ষিত হয়।
প্রতি বছরই এই দিনটিকে কেন্দ্র করে দুদিন ব্যপি মেলার আয়োজন করা হয়। এবছর মাধ্যমিক পরিক্ষার দরুন এক দিন পর তথা বৃহস্পতিবার থেকে হবে এই মেলা বলে জানা যায়।