প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা

Agtদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ মার্চ ।। রাজধানী আগরতলার সঠিক নিরাপত্তা রক্ষায় বিগত কয়েকবৎসরে শহর থেকে শহরতলীতে বেশ কয়েকটি থানা সৃষ্টি হয়েছে। থানার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে খুন, খারাপি, চুরি, ছিনতাই, নারী সংক্রান্ত ন্যাক্কারজনক ঘটনা। অপরাধের সংখ্যা বৃদ্ধিতে স্বভাবতই শহরবাসী রুষ্ট পুলিশী ভূমিকায়। ঢেলে সাজানো পুলিশী আঁটো সাঁটো বন্দোবস্তের মধ্যেই আকছার সংঘটিত হচ্ছে অপরাধ মূলক পর্ব। সাধারন শহরবাসী রীতিমতো আতংকে ভুগছেন – দোষারোপ করছেন পুলিশকে। প্রশ্নের মুখে শহরের নিরাপত্তার হাল ফেরাতে পুলিশের তৎপর ভূমিকার দাবী জোরদার হচ্ছে মানুষের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*