মোদির বার্তা

1427116472modi-mtnews24জাতীয় ডেস্ক ।। ভয়ভীতিহীন, হিংসামুক্ত পরিবেশেই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব।

এটা তার দৃঢ় বিশ্বাস বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জাতীয় দিবসে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শুভেচ্ছা পাঠিয়ে এ বার্তাই পাঠিয়েছেন মোদি।

তিনি টুইট করে বলেছেন, পাকিস্তানের জাতীয় দিবসে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমার তরফে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে সামান্য কয়েকদিনের ব্যবধানে জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীরা।

বিজেপি-পিডিপি জোট সরকার ক্ষমতায় আসার পরই ওই হামলায় রক্তাক্ত হয় ভূস্বর্গ। সেই প্রেক্ষাপটেই জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখতে সন্ত্রাসে মদদ দেয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে, পরোক্ষে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*