SETU-র উদ্বোধন

setuআগরতলা, ২৩ মার্চ ।। সোমবার আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার হাত ধরে উদ্বোধন হল SETU (Self Employment Training for Unemployed) -এর। ঐ দিন বিকাল ৫টায় আগরতলা জেল রোডে ত্রিপুরা খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের উদ্যোগে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে SETU-র উদ্বোধন হয়। অনুষ্ঠানে অপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, সাংসদ শঙ্কর দত্ত, বিধায়ক গোপাল রায়, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*