দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ আগষ্ট ।। প্রকৃতির ষড়ঋতু নিয়ে আসে বর্ণময় রুপ, একেক ঋতুতে নতুন সাজে সেজে উঠে ধরনী। আপন ছন্দে বয়ে চলা প্রকৃতিও আস্তে আস্তে নবরূপে সাজতে শুরু করেছে, কাশবনে কাশফুল এলোমেলো হাওয়ায় দোল খাচ্ছে – এই ছবি মানেই দশভূজা দেবী দূর্গার মর্ত্যে আসার আনন্দ ধ্বনিত সূচনার সংকেত। অসুরনাশিনী দেবীর আগমনের প্রতীক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গেছে কাশ বনের।
আগরতলা বাধারঘাট থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।