দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ মার্চ ।। ষড়যন্ত্রের নীল নকষা ভেস্তে দিয়ে সন্ত্রাসীদের অগ্রগমন রুখে দিয়ে রাজ্যের শান্তি আর নিরাপত্তার কাজে নিয়োজিত ত্রিপুরা স্টেট রাইফেলস। জন নিরাপত্তা কর্মের নিরীখে সেবার পর্যায়ে পড়ে, সেই সেবাকে মানবতার দৃষ্টান্তে রুপ দিয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়ান। মঙ্গলবার জীরানীয়ায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজনে দশম ব্যাটালিয়ান TSR-এর প্রায় ৬০ জন স্বেচ্ছা রক্তদান করেছেন বলে জানা গেছে। ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়ানের স্বেচ্ছা রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কমানডেন্ট দিলীপ রায়, প্রাক্তন চেয়ারম্যান বিজয় দেববর্মা সহ অন্যান্যরা।