দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ মার্চ ।। বিজ্ঞানের অগ্রগতিতে যুগান্তকারী পরিবর্তন হয়েছে চিকিৎসা ক্ষেত্রে। বহু জটিল রোগের চিকিৎসা কোনো এক সময় সম্ভব ছিলনা, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বর্তমানে নতুন নতুন জীবনদায়ী ঔষধ আবিষ্কারে প্রাণঘাতী রোগ এখন নিরাময় যোগ্য হয়েছে। তেমনি এক মারাত্মক ব্যাধি যক্ষা – বহু মানুষ প্রাণ হারিয়েছে চিকিৎসার অপ্রতুলতায়। বর্তমানে যক্ষার ঔষধ আবিষ্কার হওয়ার ফলে মৃত্যুতে রাশ টানা সম্ভব হয়েছে।
বিশ্বজুড়ে যক্ষা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে ১৪শে মার্চ বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব যক্ষা দিবস। যক্ষা মুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকারে বিশ্ব যক্ষা দিবসে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর IGM হাসপাতাল থেকে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালী।