দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৪ মার্চ ।। বসন্তের বাসন্তী পূজোর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক ধর্মীয় কাহিনী, যুগ যুগ ধরে হয়ে আসছে বাসন্তী পূজো। দশভূজার বসন্তের এই পূজো হচ্ছে আসল বলে অভিহিত করে থাকেন শাস্ত্রীয় পণ্ডিতরা। কাল কিংবা সময় যাই হোক মাতৃবন্দনার এই আয়োজন হয়ে থাকে অনেক গৃহস্থের অঙ্গনে তেমনি বহুদিন যাবৎ এই পূজোর করছে হাতে গোনা কিছু ক্লাব। রাত পোহালেই ষষ্ঠী, পঞ্চমীর দিনে দশভূজা বাসন্তীকে নিয়ে আনন্দে উচ্ছাসে পথ পাড়ি দিচ্ছে ভক্তকূল এই দৃশ্যও দেখা গেছে।