জাতীয় ডেস্ক ।। উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় একটা নিখোঁজ সংবাদের পোস্টার ঝুলতে দেখা গেছে। আর সেটা হলো কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীর ‘নিখোঁজ’ হওয়ার পোস্টার। খবর টাইমস অব ইন্ডিয়া।
গত কিছুদিন ধরে বাজেট উপস্থাপনের শুরু থেকে রাহুল গান্ধী সংসদে অনুপস্থিত ছিলেন। আর এরপরই উত্তর প্রদেশের এলাহাবাদ এবং বুলান্দশহর জেলার বিভিন্ন এলাকায় ঝোলানো হয় তার নিখোঁজ সংবাদের পোস্টার। এসব পোস্টারের বলা হয়, দূরদৃষ্টির অভাবে কংগ্রেসের এই নেতা সংসদের বাজেট সেশনে অনুপস্থিত ছিলেন।
ছবি- টাইমস নাউ