নকল সোনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোটি টাকা জলে

sbiজাতীয় ডেস্ক ।। ঘটনা নয়াদিল্লির এক ব্যাংকের। সোনার বিনিময়ে ঋণ দিয়েছিল ব্যাংকটি৷ কিন্তু সম্পত্তি আদায় করতে গিয়ে দেখা গেল সব সোনাই নকল৷
যার জেরে কোটি টাকা জলে গেল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার৷ ২০১২ সালে এগ্রি গোল্ড লোন স্কিমের আওতায় সোনা বন্ধক রেখে ২৫ জন গ্রাহককে ১ কোটি টাকা ঋণ দিয়েছিল এলাহাবাদে এসবিআই ব্যাংকের ভাদোহি শাখা৷
কিন্তু সময়ে টাকা ফেরত না দেয়ায় গ্রাহকদের নোটিস পাঠায় ব্যাংক কর্তৃপক্ষ৷ ৮৮ লাখ টাকা আদায় করেত হিমশিম খাচ্ছিল ব্যাংক৷ বাধ্য হয়েই অনাদায়ী সম্পত্তি আদায়ে ব্যাংকের ভল্টে হাত দেয় কর্তৃপক্ষ৷
কিন্তু সোনা দেখে মাথায় হাত ব্যাংক ম্যানেজারের৷ ভল্টে গচ্ছিত সোনা সবটাই নকল৷ ব্যাংক কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়েই টাকা নিয়ে পালায় গ্রাহকরা৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*