দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ আগষ্ট ।। ইন্দিরা গান্ধীর মর্মান্তিক মৃত্যুতে দেশজুড়ে কংগ্রেস কর্মীদের মনোবল অটুট রাখতে কংগ্রেসের হাল ধরেছিলেন রাজীব গান্ধী, হয়েছিলেন প্রধানমন্ত্রী। মায়ের মতোই ঘাতকের হাতে অকালে প্রান দিতে হয়েছিল রাজীব গান্ধীকে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭০ তম জন্মদিনে গোটা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিনম্র শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। রাজ্যেও কংগ্রেসের তরফে রাজীব গান্ধীর জন্ম দিবসে তাঁকে যথাযযথ সন্মান জানানোর আয়োজন করা হয়।