মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্নয়ন সংঘে ‘রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাগার’ এর উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || মঙ্গলবার রাজধানীর উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাগার’ এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন তিনি এদিন এক সাংস্কৃত অনুষ্ঠানেরও উদ্বোধন করেন। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান তাপস ভট্টাচাৰ্য্য, আগরতলা পুর নিগম অভিজিৎ সাউথ জোনাল চেয়ারম্যান মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, উন্নয়ন সংঘের সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যপ্রেমীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এক সুবিশাল সমুদ্র। ত্রিপুরার রাজপরিবারের সাথে তাঁর আত্মিক সম্পর্ক চিরস্মরণীয়।
এদিন মেয়র বলেন, বর্তমানে ক্লাবের কাজকর্মে পরিবর্তন এসেছে। সামাজিক, সাংস্কৃতিক সবক্ষেত্রেই আজ ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কারণ বর্তমান সরকার সেই পরিবেশ, পরিমণ্ডল তৈরি করেছে, আগে তা ছিল না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*