নিজ রাবার বাগানে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু এক ব্যাক্তির

সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ মে || নিজ রাবার বাগানে গাছ কাটতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল ৪০ বছর বয়সী এক ব্যাক্তির। ঘটনা কল্যাণপুর থানাধিন বটছড়া এলাকায়। জানা গেছে, চাম্পাহাওর থানা এলাকার রবিচরণ পাড়ার বাসিন্দা কেশব চন্দ্র দেববর্মার ৪০ বছর বয়সী পুত্র নিরোধ দেববর্মা কল্যাণপুর থানা এলাকার বটছড়া গ্রামের নিজের রাবার বাগানে রাবার গাছ, আগাছা ইত্যাদি পরিষ্কার করার সময় আচমকাই একটি রাবার গাছ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লে মর্মান্তিক মৃত্যু হয় নিরোধ দেববর্মার। ঘটনাটি অন্যান্য শ্রমিকেরা প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠায় কল্যাণপুর থানায়। কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে কল্যানপুর হাসপাতালে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এই ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিজ বাগানে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে এক শ্রমিকের মৃত্যু হওয়ার ঘটনায় ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে সর্বত্র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*